Khoborerchokh logo

পলাশবাড়ীতে হেলিকপ্টারের জরুরী অবতরণ 618 0

Khoborerchokh logo

পলাশবাড়ীতে হেলিকপ্টারের জরুরী অবতরণ



শাহারুল ইসলাম, পলাশবাড়ী ,গাইবান্ধা থেকে
 গতকাল পলাশবাড়ীতে হেলিকপ্টার ফাঁকা মাঠে জরুরী অবতরণ করে। ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশন ঝ২-অওউ জ ৬৬ প্রাইভেট কোম্পানির হেলিকপ্টার পলাশবাড়ী উপজেলাধীন হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের ফাঁকা মাঠে ১৯ জানুয়ারি ১১.৫৫ মিনিটে জরুরী অবতরন করে, ফলে এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, হেলিকপ্টারটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক চন্ডিদাস কুন্ড সহ অপর ৩ জন যাত্রী ছিলেন। হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন ইসলাম জানান, হেলিকপ্টারটি ৪ জন আরোহী নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্লেছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশা, বৃষ্টি ও আবহাওয়া খারাপ থাকায় জরুরী অবতরন করে।
মুহুর্তের মধ্যে বিভিন্ন বয়সী উৎসুক নারী পুর“ষ ও শিশুরা হেলিকপ্টারটি দেখার জন্য ওই মাঠে ভীড় জমায়। পলাশবাড়ী থানার এসআই জাহিদ ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স পরি¯ি’তি নিয়ন্ত্রণে রাখে। হেলিকপ্টার আরোহী বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের সফর সঙ্গী নিয়ে পরে গাড়ী যোগে সড়ক পথে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। হেলিকপ্টারটি প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ৩.১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com